এরশাদকে নির্বাচনমূখী করতেই আটক- র‍্যাব বলছে অন্ন কথা

ersad 012জি নিউজ বিডি ডট নেট  ঃ- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে র‌্যাব গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) রাত ১১টা ৪০ মিনিটে তাকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে গ্রেফতার করা হয় বলে জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ। জানা গেছে,  রাত সোয়া ১১টায় ডিজিএফআই মহাপরিচালক এরশাদের বাসায় যান। তার উপস্থিতিতেই  বাসার পেছনের দরজা দিয়ে পুলিশ  ও র‌্যাব সদস্যরা এরশাদকে নিয়ে যেতে চাইলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে এরশাদকে নিয়ে যায় পুলিশ ও র‌্যাব। সেখান থেকে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এদিকে এরশাদের গ্রেফতারের কথা অস্বীকার করে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক হাবিবুর রহমান,  জানান এরশাদ সাহেব বাসায় ছিলেন। তিনি অসুস্থ বোধ করায় সেখানে দায়িত্ব পালনরত আমাদে র র‍্যাব সদস্যের জানান। তারপর আমাদের র‍্যাব সদস্যরা তাকে সিএমএইচে নিয়ে গেছে। তিনি জানান, এরশাদ অসুস্থ হওয়ার সময় তার বাসভবনের সামনে র‌্যাবের গাড়ি ছিল। উল্লেখ- দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা দেয় জাতীয় পার্টি। এর আগে দলটি নির্বাচনী সরকারেও যোগ দেয়। কিন্তু গত ২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এরশাদ আকস্মিকভাবে ঘোষণা দেন তাঁর দল নির্বাচনে যাবে না। এর পরদিন নির্বাচনকালীন সরকার থেকেও পদত্যাগের ঘোষণা দেন এরশাদ। এ ঘোষণার পর থেকে এরশাদের বারিধারার বাসভবন ঘেরাও করে রাখা নিরাপত্তা বাহিনী। ৪ ডিসেম্বের রাতে এরশাদ হুমকি দিয়ে বলেন, সরকার আমাকে গ্রেফতার করতে চাইলে, বাসায় পুলিশ কিংবা অন্য কোন সংস্থার সদস্য পাঠালে আমি নিজেই আত্মহত্যা করব। কিন্তু কোনো চাপের কাছে নতি স্বীকার করে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করব না।তাঃ-১৩-১২-২০১৩

 

 

 

Exit mobile version