এশিয়া কাপের সূচি চূড়ান্ত- উদ্বোধনী ম্যাচ হবে ২৫ ফেব্রুয়ারি ফতুল্লায়
জি-নিউজ
স্পোর্টস ডেস্কঃ-ঃ- এশিয়া কাপের সময়সূচি ঘোষণা করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক/ রাজধানী ঢাকার অদূরে ফতুল্লা স্টেডিয়ামে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার আলাদা দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এই আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে ফতুল্লায় এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে পাঁচটি দেশ। বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ১২তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০০৯ সাল থেকে ওয়ানডে ক্রিকেট খেলে আসছে আফগানিস্তান। এবারই প্রথম এশিয়া কাপে অংশ নিচ্ছে দেশটি। টুর্নামেন্টে মোট ১১ ম্যাচ অনুষ্ঠিত হবে। ফতুল্লায় অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ। ফাইনালসহ বাকি ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রদান নির্বাহী সৈয়দ আশরাফুল হক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকায় এশিয়া কাপ বাংলাদেশেই অনুষ্ঠিত হচ্ছে। এতে পাকিস্তানও অংশগ্রহণ করবে, কোনো সমস্যা নেই। তবে এশিয়া কাপে প্রথমবার আফগানিস্তানকে নিয়েছি আমরা। আফগানিস্তান ওয়ানডে ক্রিকেটের মর্যাদা পেয়েও এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্ট খেলতে পারেনি। তাই এশিয়া কাপে আফগানিস্তানকে সুযোগ দেয়া হয়েছে।’ তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে পাকিস্তান ১৮-১৯ জানুয়ারিতে ঢাকায় আসবে। এছাড়াও আগামী ২০ জানুয়ারিতে অনুষ্ঠেয় আইসিসি সভায় পাকিস্তানে নিরাপত্তা প্রতিনিধি উপস্থিত থাকবে। এ বিষয়টি নিয়েও আলোচনা হবে। তবে টুর্নামেন্টে পাকিস্তান খেলবেই। না খেলার কোনো কারণ নেই।’ এশিয়া কাপের পরই বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, এশিয়া কাপ আমাদের ব্যস্ত সূচির মধ্যে রয়েছে। এক সপ্তাহের মধ্যে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ মাত্র দুই মাস পরই। সাংগঠনিক দক্ষতা দিক দিয়ে সফল টুর্নামেন্ট আয়োজনে সামনে চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস যে, আমরা সফলভাবে টুর্নামেন্টের আয়োজন করতে পারব। তিনি আরও বলেন, ক্রিকেট ছাড়া অন্য কিছু বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারে না। আমি নিশ্চিত যে, এবারও আমরা আগের মতো ক্রিকেট উত্তাপ-উত্তেজনার চিত্র দেখতে পারব। সেই সঙ্গে গত এশিয়া কাপের মতো মাঠের ক্রিকেটও উপভোগ করব। এবারের এশিয়া কাপ টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। টুর্নামেন্টের পুরস্কার নিয়ে আশরাফুল হক বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দল পাবে ৩০ হাজার মার্কিন ডলার। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় পাবে ৭ হাজার ৫শ’ মার্কিন ডলার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবে ১২ হাজার ৫শ’ মার্কিন ডলার। গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার ডলার। গ্রুপ ম্যাচ সেরা খেলোয়াড় পাবে ৫ হাজার ডলার। প্রত্যেক ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ২০১৪এশিয়াকাপেরসূচি
২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ফতুল্লা
২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ফতুল্লা
২৭ ফেব্রুয়ারি আফগানিস্তান-পাকিস্তান ফতুল্লা
২৮ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা ফতুল্লা
১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফতুল্লা
২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর
৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর
৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর
৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর
৮ মার্চ ফাইনাল মিরপুর, সূত্র রেডিও তেহরান তাঃ- ১৮ জানুয়ারি২০১৪।