জি নিউজ:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সিটি নির্বাচন অবাধও সুষ্ঠু হয়েছে বলেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায়ছিল বলেই নির্বাচন সুষ্ঠু হযেছে। জনগণ যাকে খুশি ভোট দিতে পেরেছে। আর তাতেজয় হয়েছে সরকার ও গণতন্ত্রের।”রোববার ৯ম জাতীয় সংসদের ১৮ তম অধিবেশনেরশুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনাবলেন, “রাজনীতি করি জনগণের জন্যে। আগামী নির্বাচনে জনগণ যদি ভোট না দেয়ক্ষমতায় আসবো না। জনগণ না চাইলে ক্ষমতায় আসবো না, কিন্তু ভোটচুরি করেক্ষমতায় যেতে চাই না।”তিনি বলেন, “দীর্ঘ দিন জনগণের ভাত ও ভোটের সংগ্রামকরেছি। এ নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। যাকে ভোটদিয়েছে সেই জয়লাভ করেছে। জনগণের রায় সবাইকে মেনে নিতে হবে।”বর্তমান সরকারেরঅধীনের অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীবলেন, “এ দেশের নির্বাচনে এতদিনের যে কালচার ছিল তা শেষ হয়েছে। আমাদের সময়েপাঁচ হাজার ৬৪৬টি নির্বাচন হয়েছে। এ সময়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন নিয়ে কেউপ্রশ্ন তুলতে পারেনি।”বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আনারচেষ্টা করবেন না, তাহলে নির্বাচনই হবে না।”
অনলাইন ডেস্ক