জি নিউজঃ-বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, বর্তমান কমিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই। এ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করতে পারবো না নির্বাচনে যাওয়া ঠিক হবে না। এরশাদ বলেন, আমি তত্ত্বাবধায়ক সরকার মানি না কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে। কমিশন কারও কথায় পরিচালিত হলে চলবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান কমিশন সরকারের ক্রীড়ানক হয়ে চলছে। গতশনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সরকার ৯১/ই ধারা বাতিল করতে চায়। এ ধারা বাতিলের কথা উঠার পর নির্বাচন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ধারা বাতিল হলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা বর্তমান অবস্থাতেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন, আর কেউ পারবেন না। এভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেন এ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কাজী ফিরোজ রশীদ, এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।