জি নিউজঃ-রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার দায়ে গ্রেফতার ঐশী রহমান এদিকে ঐশীর উপস্থিতিতে আগামী ৫ সেপ্টেম্বর জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম বিকাশ কুমার সাহা রোববার এ দিন ধার্য করেন। ঐশীর আইনজীবীদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ দিন রাখেন। ঐশীর আইনজীবী প্রকাশ বিশ্বাস ও মাহবুব হাসান রানা এ প্রতিবেদককে বলেন, ‘ঐশীর উপস্থিতিতে ধার্য তারিখে জামিন শুনানি হবে। কারাগার থেকে সেদিন ঐশীকে আদালতে হাজির করা হবে। ঐশী ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী। এছাড়া ঐশীকে আটকের পর পুলিশ জানায়, ইয়াবা সেবনে বাধা দেয়ায় মেয়ে ঐশীর পরিকল্পনাতেই হত্যার শিকার হন মাহফুজ দম্পতি। বাবা-মা খুন হয়ে যাওয়ার পর একমাত্র মেয়ে ঐশী আত্মগোপনে চলে যায়। হত্যাকাণ্ডের পর ১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। মামলার তদন্ত কর্মকর্তা হলেন ডিবির পরিদর্শক আবুল খায়ের মাতব্বর। গত ২৫ আগস্ট ঐশী ও কাজের মেয়ে সুমী আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঐশী তার স্বীকারোক্তিতে বিচারককে বলেন, আমি নিজে বাবা-মাকে হত্যা করেছি। প্রথমে বাবাকে হত্যা করি। আর পরে মাকেও হত্যা করি।’ ঐশী তার স্বীকারোক্তিতে জনি নামের এক বন্ধুর কথা উল্লেখ করেন। জনির আশ্বাসে ঐশী তার বাবা-মাকে হত্যা করে। তাঃ-০১-০৮-২০১৩
ঐশীর উপস্থিতিতে আগামী ৫ সেপ্টেম্বর জামিনের শুনানি
Share This