জি নিউজঃ-ডিবি পুলিশের জালে আটকা পড়েছে বিশেষ শাখার -এসবি- পুলিশ ইন্সপেক্টর -মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি জনি ও সাইদুল। গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে তাদের অবস্থান সর্ম্পকেও নিশ্চিত হয়েছেন। এই দুই আসামিকে গ্রেফতার করতে ডিবি পুলিশ যেকোনো সময় অভিযান শুরু করবে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই দুই সন্দেহভাজন আসামি যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের বিমানবন্দর, স্থলবন্দর এবং নৌবন্দরে তাদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ডিবি পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। ডিবি পুলিশ জানিয়েছে, জনি এবং সাইদুলের অবস্থান সম্পর্কে তারা ইতোমধ্যে ধারণা পেয়েছেন। অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডিবি পুলিশের একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে যাচাই-বাছাই শুরু করেছে। সঠিক অবস্থান নির্ণয়ের পর পরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হবে। ডিবি পুলিশের দাবি, তারা জনির খুব কাছাকাছি অবস্থান করছে। যেকোনো সময় তাদেরকে গ্রেফতার করা হবে। উল্লেখ্য চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে পুলিশ দম্পতির মেয়ে ঐশী রহমানের সংশ্লিষ্টতা পাওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ তার উপর নজরদারি শুরু করে। গত শনিবার ঐশী আত্মসমর্পণের পরপরই পুলিশ তাকে নিয়ে অভিযান শুরু করে। এদিকে ঐশীকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর থেকে গোয়েন্দা পুলিশের একাধিক টিম জনি ও সাইদুলকে খুঁজছে। জি নিউজ বিডি ডট নেট /তা;- ২৩ আগস্ট ২০১৩
ঐশীর দুই বন্ধুকে যেকোনো সময় গ্রেফতার করা হবে
Share This