জি নিউজঃ-পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুন হওয়া পরের দিন মেয়ে ঐশী রহমান দুপুরে পল্টন থানায় এসে ডিউটি অফিসারের কাছে গিয়ে তার পরিচয় দেন। সঙ্গে সঙ্গে তাকে ওসির কক্ষে নেয়া হয়। মা-বাবা খুন হওয়ার পর ঐশী রহস্যজনকভাবে পালিয়ে যায়। তাকে মতিঝিল থানা থেকে ডিবি অফিসে নেয়া হয়েছে। এদিকে পল্টন থানার ওসি গোলাম সরোয়ার এর সত্যতা নিশ্চিত করেছেন। গতশুক্রবার সন্ধ্যায় রাজধানীর ২ নম্বর চামেলীবাগের চামেলী ম্যানশনের ৫ম তলার ৫/বি নম্বর ফ্ল্যাটের ভাড়াবাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান (৪৬) ও তার স্ত্রী স্বপ্না রহমানের (৪১) লাশ ওই ফ্ল্যাটের একটি বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। মাহফুজের দুই সন্তানের মধ্যে বড় ঐশী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী। জি নিউজ বিডি ডট নেট তাঃ-১৭ আগস্ট২০১৩
ঐশী এখন পুলিশ হেফাজতে
Share This