অনলাইন ডেস্ক, জি নিউজঃ- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক পোস্টের স্ট্রিনশট। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ২২ মিনিটে জয় তার অফিসিয়াল ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন।এতে বলা হয়েছে, “মা এবং আমি গতকাল রাতে রাষ্ট্রীয় সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি ওবামা এবং তার পত্নী ফার্স্টলেডী মিসেস ওবামার সাথে সাক্ষাত করেছি। তারা দুজনেই খুবই আন্তরিক ও বন্ধুবৎসল । আমি ওবামাকে জানাই, ক্রিস্টিন তাঁর নির্বাচনী প্রচারণা অভিযানে স্বেচ্ছাসেবী ছিলো। তিনি ক্রিস্টিনকে ধন্যবাদ পৌঁছে দিতে অনুরোধ করেন। মিসেস ওবামার সঙ্গে আমি আমাদের কন্যাদের নিয়ে কিছুক্ষণ আলাপ করি, কিভাবে তারা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। পোস্টে জয় আরো বলেছেন, “পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও তাঁর স্ত্রী টেরেসা হাইঞ্জের সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয়েছে। তাঁরা দুজনেই বন্ধুসুলভ ও উষ্ণ ছিলেন, বিশেষ করে তাঁর স্ত্রী। সবমিলিয়ে চমৎকার একটা সন্ধ্যা ছিলো আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি সমন্বয় করছেন সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাসকারী জয়। ইতিমধ্যে দেশে বেশ কয়েকটি জনসভায় নৌকায় ভোট চেয়েছেন তিনি। জয়কে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান আওয়ামী লীগের রংপুর জেলার তৃণমূল নেতারা। সূত্র :-অনলাইন তাঃ-২৫-০৯-২০১৩