স্পোর্টস ডেস্ক :- চট্টগ্রামে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েন্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশি অধিনায়ক মেহেদি হাসান। ওপেনার সাদমান ইসলাম অনিক ২২ ও জয়রাজ ১১ রান করে সাজঘরে ফেরেন। আট নাম্বারে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন সাঈদ সরকার। ৬৬ বল মোকাবেলা করে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৮৩ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ১০৭ বলে ৭৭ রানের সেরা ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। রিবীয়দের পক্ষে ২৪ রানে তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার অধিনায়ক রামাল লিউইস। দুটি করে নেন গুদাকেশ মোটি ও অ্যালেন। ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল। ১৯ ওভারে দলীয় ৪১ রানে ৬ উইকেট হারায় তারা। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা কোলম্যান ট্রিস্টান ধীরগতিতে একপ্রান্ত আগলে রান করতে থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। ট্রিস্টান ৪২ রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১১৮ রানে গুটিয়ে যায় তারা। বল হাতে বাংলাদেশের পক্ষে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন জুবায়ের হোসেন। অধিনায়ক মেহেদি হাসান ও ব্যাট হাতে ৭৭ রান করা মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট লাভ করেন। ৭৭ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মোসাদ্দেক হোসেন। খবর রেডিও তেহরান এর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের শুভ সূচনা
Share This