অনলাইনডেস্ক, জি নিউজ: নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস আমেরিকার সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল নিতে আমেরিকায় অবস্থান করছেন। আগামী বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা দেয়া হবে। এ দিকে ইউনূস স্টোর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূস তার জীবনভর বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে দারিদ্র্য দূরীকরণের জন্য যে অর্জন করেছেন সেজন্য তাকে সম্মানিত করা হচ্ছে।
মার্কিন কংগ্রেসের স্পিকার জন বায়নারের কাছ থেকে ড. ইউনূস সম্মাননা গ্রহণ করবেন। এরপর কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি বক্তব্য দেবেন।
নিউ ইয়র্কের এক হোটেল থেকে দেয়া প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ সম্মাননা আমার ব্যক্তিগত নয়, বাংলাদেশের।
মার্কিন কংগ্রেসে প্রথম কোনো বাংলাদেশীর এমন সম্মানে প্রবাসীরা আনন্দিত। ড. ইউনূসই প্রথম বাংলাদেশী, যিনি এর আগে আমেরিকার প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রদান করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম দফা নির্বাচিত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে ওই সম্মাননা দেন।