বিনোদন ডেস্কঃ
– ‘তুমহি হো বন্ধু সখা তুমহি’ ক্যারিয়ারের প্রথম ছবি ‘ককটেল’-এ এই সুরেই নাচতে দেখা গিয়েছিল ডায়না পেন্টিকে। মডেল থেকে নায়িকার পথে যাত্রা শুরু সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনের মতো বলিউডের নামিদামিদের সঙ্গে। তবুও প্রথম ছবি ‘ককটেল’ই হয়ে রইল ডায়নার শেষ ছবি। এ রকমটি নয় যে ডায়না বলিউডে ছবির অফার পাচ্ছিলেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ছাড়ার। গোটা সিদ্ধান্তটাই প্রেমিক হর্ষ সাগরের কথা ভেবে ৷ জানা গেছে, সিনেমায় পা দেওয়ার আগে থেকেই হর্ষ সাগর নামের এক হিরের ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছিলেন ডায়না। আর হর্ষ-ই নাকি বলেছেন সিনেমা করা যাবে না। সিনেপর্দায় নায়কদের সঙ্গে প্রেম করাও যাবে না। তাই বন্ধু ও সখা হর্ষের কথা শুনেই বলিউড ছাড়তে রাজি হয়েছেন ডায়না। তবে একেবারেই লাইম লাইট থেকে হারাতে চান না তিনি। বয়ফ্রেন্ড হর্ষের কথা মতো মডেলিং চালিয়ে যেতে চান ডায়না পেন্টি। তবে ডায়নার একটাই দুঃখ, শাহরুখ, সালমানের সঙ্গে জুটি বেঁধে কাজ করা আর হলো না! সূত্র-ইন্টারনেট।
ককটেল খ্যাত’ ডায়না পেন্টি-বলিউড ছাড়ছেন
Share This