জি নিউজ অনলাইন ডেস্কঃ- কক্সবাজারের সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরের গোলারচরের মাঝামাঝি এলাকায় কোস্টগার্ড ও চোরাকারবারীদের মধ্যে গুলি বিনিময়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে তিন চোরাকারবারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কোস্টগার্ডের দুই সদস্য।এ ঘটনায় আহত হয়েছে কোস্টগার্ডের দুই সদস্য। গতকাল শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৫টায় পুলিশ নিহত তিন চোরাকারবারীর লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন । তিনি বলেন, ভোরে কোস্টগার্ড ও চোরকারবারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন চোরাকারবারী নিহত হয়। আহত হয় দুই কোস্টগার্ড সদস্য। পরে বিকেলে পুলিশ তিন চোরাকারবারীর লাশ উদ্ধার করে। আহত কোস্টগার্ডের সদস্যরা হলেন, ফয়সাল ও সামাদ। তাদের মধ্যে ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামাদকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোস্তফা তারেক। এদিকে নিহতদের স্বজনরা দাবি করেন, তারা চোরকারবারী নয়। কোস্টগার্ডকে তারা ডাকাত মনে করে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের গুলিতে তারা নিহত হন।