এম.শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজারঃ কক্সবাজারের রামু ঈদগড়ে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোর আহমদ নবী (১২) খরুলিয়ামুরা এলাকার আজগর আলীর পুত্র এবং ঈদগড় চরপাড়া নুরানী মাদ্রাসার ছাত্র।
গত ৭ মার্চ শুক্রবার রাতে রেনুরছড়া ব্রিজের পাশে ধানক্ষেত থেকে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দাবি করেন, নিহত কিশোরকে মাদ্রাসায় শিক্ষকরা ব্যাপক মারধর করেছে। মারধরের কারণে সে জ্ঞান হারিয়ে ফেললে ঘটনায় জড়িতরা মৃত ভেবে মাদ্রাসা থেকে এক কিলোমিটার দূরে ধান ক্ষেতে তাকে ফেলে রেখে চলে যায়। ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।