বিনোদন ডেস্ক:- বেশ আগে থেকেই পরিচালনায় আসার ইচ্ছার কথা ব্যক্ত করে আসছেন কঙ্গনা রানাওয়াত। গত বছর অভিনয়ের ফাঁকে যুক্তরাষ্ট্র থেকে চিত্রনাট্য রচনা ও পরিচালনার ওপর ছয় মাসের একটা ছোট প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি। আর এরই মধ্যে ‘দ্য টাচ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিও বানিয়ে ফেলেছেন তিনি। চার বছরের একটি শিশুর সঙ্গে একটি কুকুরের অদ্ভুত সম্পর্ক নিয়ে নির্মিত সেই মর্মস্পর্শী ছবি মুগ্ধ করেছে অনেককেই। তাই যখন কঙ্গনা ‘ছবির জন্য চিত্রনাট্য খুঁজছি’ বললেন, তা কারোর জন্যই অবাক হওয়ার মতো ছিল না। কিন্তু যখন জানালেন, হালকা রোমান্টিক গল্প চাইছেন, তখনই অবাক হয়েছে সবাই। কারণ পর্দায় জটিল চরিত্র করা কঙ্গনা পরিচালনায় এসে জটিল মনস্তাত্ত্বিক বিষয় তুলে ধরবেন- এমনটাই আশা করেছিল সবাই। এ প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, “‘ব্রিজেট জোনস ডায়রি’, ‘ক্রসরোডস’, ‘নোটবুক’, ‘ডেভিল ওয়ার্স প্রাডা’- এ ধরনের ছবি আমার খুব প্রিয়। প্রথম পরিচালনা হিসেবে তেমনই একটি রোমান্টিক চিত্রনাট্য চাই। তবে আমার ছবি কোনো হলিউড রিমেক হবে না, পরিচিত কারো ব্যক্তিগত জীবনের ঘটনা তুলে ধরার ইচ্ছা আছে। এখনই বিষয়টি নিয়ে কথা বলার মতো সময় আসেনি। এতটুকু বলতে পারি, এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার এবং অবশ্যই মেয়েপ্রধান ছবি হবে।সূত্র:ইন্টারনেট