মৌলভীবাজার প্রতিনিধি,জি নিউজ ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লংঙ্গুরপাড় গ্রামে এক স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার সময় লংঙ্গুরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নানের বাড়িতে হানা দেয় ডাকাত দল। ৬-৭ সদস্যের মুখোশধারী ডাকাত দল বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে নেয়। পরে অস্ত্রের মুখে ডাকাত দল নগদ ৪ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
আব্দুল হাকিম রাজ/মৌলভীবাজার/জি নিউজ