বিনোদন ডেস্ক:- এরই মধ্যে বলিউডের শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে কাটরিনা কাইফের। সর্বশেষ আমির খানের বিপরীতে ‘ধূম-৩’ ছবিতে কাজ করে স্বপ্ন পূরণ হয় কাটরিনার। বেশ ঘনিষ্ঠভাবে এ ছবিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন তারা। তবে নতুন খবর হচ্ছে, এবার হৃতিক রোশনের বিপরীতে একটি ছবিতে অভিনয় করছেন কাটরিনা। ছবির নাম ‘বেঙ বেঙ’। পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে এই ছবিটির শুটিং চলছে। এটি হৃতিক-কাটরিনা অভিনীত দ্বিতীয় ছবি। এর আগে ‘জিন্দেগী না মিলেগা দুবারা’ ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন তারা। ‘বেঙ বেঙ’ একটি রোমান্টিক-কমেডি নির্ভর ছবি। ছবিটির শুটিং এখন চলছে থাইল্যান্ডে। ছবিটি টম ক্রুজ ও ক্যামেরুন ডায়াজ অভিনীত ‘নাইট এন্ড ডে’ ছবির ছায়া অবলম্বনে নির্মাণ হচ্ছে। তবে মজার বিষয় হলো, এ ছবিটির শুটিং করতে করতে সত্যিই হৃতিকের প্রেমে পড়ে গেছেন কাটরিনা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোদ কাটরিনা। হৃতিকের বিয়ে না হলেও তাকে নিজ থেকেই প্রস্তাব করতেন বলেও জানিয়েছেন বলিউডের শীর্ষ এই অভিনেত্রী। কাটরিনার এমন সাক্ষাৎকারে বেশ কানাঘোষাও শুরু হয়েছে বলিউড পাড়ায়। কারণ এরই মধ্যে হৃতিকের ঘর ছেড়েছেন তার স্ত্রী সুজান। এই সময়ে কাটরিনার সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতাও বেড়েছে অনেক। নিজের দেয়া সাক্ষাৎকারে কাটরিনা আরও বলেন, হৃতিককে অভিনেতা হিসেবে সব সময়ই আমার অসাধারণ মনে হয়। তার সঙ্গে আগেও আমি ছবি করেছি। তবে সম্প্রতি ‘বেঙ বেঙ’ ছবিটির শুটিং করার দরুণ তার সঙ্গে বন্ধুত্বটা ঘনিষ্ঠ হয় আমার। অনেক কো-অপারেটিভ তিনি। প্রচ- কেয়ারিং। আমি তার মেধা-গুণ-অভিনয়-ব্যক্তিত্ব সবকিছুর প্রেমে পড়ে গেছি বলতে পারেন। ভাগ্যিস তিনি বিবাহিত। না হয় আমি তাকে প্রস্তাবও হয়তো করতাম! সূত্র-ইন্টারনেট।
কাটরিনা প্রেমে পড়েছেন
Share This