অনলাইন ডেস্কঃ- নতুন বির্তকে জড়ালো ৬৭তম কান চলচ্চিত্র উৎসব। বির্তক উঠেছে একটি চুম্বনকে ঘিরে। আর এই চুম্বনকাণ্ডে যুক্ত হয়েছে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট জাইলস জেকব ও ইরানি অভিনেত্রী-জুরি সদস্য লেইলা হাতামির নাম।খবরটা হলো, গতসোমবার চলচ্চিত্র উৎসবে ইরানের একটি ছবি প্রর্দশনের পর জাইলস জেকব অভিনেত্রী লেইলার গালে চুমু খান। আর সে ছবি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই উত্তাল পুরো ইরান। ইরানের সংস্কৃতি প্রতিমন্ত্রী হোসেন নুশাবাদি জানিয়েছেন, ‘এ ঘটনা অশোভন। লেইমা ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছেন।’ অন্যদিকে প্রেসিডেন্ট জেকব জানিয়েছেন, ‘এই চুমু নিয়ে বিতর্ক হওয়া উচিত নয়। এটা একেবারেই পশ্চিমা শুভেচ্ছা বিনিময়ের ধরণ।’কান চলচ্চিত্র উৎসবে ইরানী চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতেই কান শহরে পৌঁছেছেন লেইলা। শুধু তাই নয়, লেইলা এই চলচ্চিত্র উৎসবের পাঁচ সদস্যের জুড়ি বোর্ডে এক সদস্য।সূত্র-ইন্টারনেট।