ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজ পাড়া থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ অনিমেষ (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব। সন্ত্রাসী অনিমেষ ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামের অরবিন্দু পালের ছেলে। সে দীর্ঘদিন ধরে কলেজ পাড়ার জয়দেব কুমারের বাড়িতে ভাড়া থাকতো। সে স্থানীয়দের কাছে একজন চিকিৎসক হিসাবে পরিচিত ছিল।
ঝিনাইদহ র্যা ব -৬ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ শহরের কলেজ পাড়ার জয়দেব কুমারের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ অনিমেষকে আটক করা হয়। এ অস্ত্র ও গুলি সে তার নিজ ঘরে বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। আটক অনিমেষ একজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
কালীগঞ্জে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আটক
Share This