জি নিউজ ঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সংসদে আসুন ,কী চান বলুন। কিন্তু আন্দোলনের নামে গরীবের পেটে লাঠি মারবেন না।”
তিনি বলেন, “কী চান তা সংসদে এসে বলুন।”
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সাংবিধানিক গণতান্ত্রিক ও ভোটের অধিকার বজায় থাকবে।জনগণ যাদের ভোট দিবে তারাই ক্ষমতায় বসবে।”
শেখ হাসিনা বলেন, “উনি আর কোন মুখে আন্দোলনের কথা বলেন। উনার ৪৮ ঘন্টার আল্টিমেটাম ব্যর্থ হয়েছে। তিনি জনগণ ও তার দলের নেতা কর্মীদের হেফাজতকে সাহায্যের আহ্বান জানালেন। কিন্তু তার দলের নেতা-কর্মীরাই সেখানে গেলেন না।”
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদেশ্য করে বলেন, “আপনি আন্দোলনের নামে গরীব মানুষের পেটে লাথি মারবেন না। বাস পোড়াবেন না। মানুষ হত্যা করবেন না। যা বলার আছে সংসদে এসে বলুন।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করেছি। দেশের মানুষ স্বস্তিতে আছে। এটা বিরোধী দলীয় নেত্রীর ভাল লাগছে না। ক্ষমতায় থেকে লুটপাট করতে পারছেন না তাই উনার মন খারাপ।”
দেশবাসিকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আর যেন কেউ সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসতে না পারে। দুর্নীতিবাজ, লুটেরা ও জঙ্গিবাদ সুষ্টিকারীরা যেন আর ক্ষমতায় বসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”