জি নিউজ বিডি ডট নেট
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আশ্রয়গ্রাম থেকে এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ আশ্রয়গ্রামের জগদিস ও জিনু ঠাকুরের বাড়ির পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই মাকতুল হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং মর্গে প্রেরণ করা হয়েছে।