জি নিউজ বিডি ডট নেট ঃ- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা, নিহতের নাম -মুন্সী রশিদুর রহমান (৪৭)তিনি কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । গতকাল রোববার সন্ধ্যায় ৬টা দিকে উপজেলার মহেন্দ্রপুর বাজারে এক সন্ত্রাসী তাঁকে গুলি করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদুর বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। ৬টার দিকে ওই চায়ের দোকানের ৫০ গজ দূরে একটি ওষুধের দোকানের ভেতরে যান। সেখানে আরও ছয়জন বসে ছিলেন। এ সময় এক লোক তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় রশিদুরকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সোয়া ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক দাবি করে এতে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, মুন্সী রশিদুর রহমান কে হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ।
কুষ্টিয়া বিএনপির নেতাকে গুলি করে হত্যা
Share This