অনলাইন ডেস্ক,জি নিউজঃ- কেনিয়ার নিরাপত্তা বাহিনী বলছে, তারা নাইরোবির ওয়েস্টগেট শপিং মলের সম্পূর্ণ নিয়ন্ত্রন নিয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আটকে যাওয়া মানুষের খোজে নিরাপত্তা বাহিনীর কয়েকটি দল মলটির প্রত্যেকটি তলায় অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী বলছে, সকল জিম্মীকেই এখন মুক্ত করা হয়েছে। কেনিয়ার সরকার জানাচ্ছে, সন্দেহভাজন সোমালি জঙ্গীগোষ্ঠি আল-শাবাবের সদস্যদের এ হামলায় ৬০ জনেরও বেশী মানুষ নিহত হয়েছে। রেডক্রসের হিসেবে, অন্তত ঊনসত্তর জন নিহত এবং ষাট জনেরও বেশি এখনও নিখোঁজ। এদিকে প্রথম বারের মত নাইরোবির এই ঘটনায় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই হামলাকে ‘জঘন্য’ হিসেবে বর্ণনা করেছেন মি. ওবামা। কেনিয়ার সাহায্যের জন্য যা কিছু দরকার সব কিছূ করার জন্যও তিনি প্রতিশ্রুতি দেন। এদিকে, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন তার দেশ এই সংকটের মুহূর্তে ঐক্যবদ্ধ রয়েছে। মি. কেনিয়াত্তা বলেছেন যে আল-শাবাবের সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কা-পুরুষোচিত হামলার দায়িত্ব স্বীকার করেছে।”কিন্তু তা সত্ত্বেও সরকার নিজে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। জঙ্গিরা নিরস্ত্র মানুষ হত্যা করে রেহাই পাবে না। ঐ হামলায় প্রেসিডেন্টের ভাগনে এবং তার বাগদত্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘানার জনপ্রিয় কবি কফি আউনুর, একজন কানাডিয়ান কূটনীতিক, তিনজন ব্রিটিশ ও দুইজন ফরাসী নাগরিক রয়েছেন। আরও নিহত হয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের একজন সাবেক কর্মকর্তা। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন হামলাকারীদের শপিং-মলের একটি অংশে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছেন তারা। এই হামলার দায়িত্ব স্বীকার করে সোমালি ইসলামপন্থী সংগঠন আল শাবাবের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোমালিয়ায় কেনিয়ার সৈন্যদের উপস্থিতির জবাব হিসাবে এই হামলা করা হয়েছে। খবর বিবিসির তাঃ-মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর২০১৩