অনলাইন ডেস্ক:- মানুষকে প্রভাবিত করার জন্য সেলিব্রেটিরা কিনা করে। কিন্তু মানুষের মন জয় করতে নগ্ন হন যখন তখন তার কদরটা চলে যায় সমালোচনা দৃষ্টিতে। প্রায় অভিনেত্রীদের নগ্ন হওয়ার খবর মিডিয়া পাওয়া যায়। যা দর্শকদের চোখে যেন একটা পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের মডেল কেট মসই।ভক্তদের চোখে তিনি বিশ্বের অন্যতম সেরা মডেল। পোশাকি ভাষায় যাকে বলে ‘ফেমাস মডেল অ্যালাইভ’। সেই কেট মসই এবার ক্যামেরার সামনে প্রায় নগ্ন হয়ে পোজ দিলেন।তবে কোন ঠুনকো জনপ্রিয়তার লোভে নয়। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে। ৪০ বছরের এই ব্রিটিশ মডেল নিজের অন্তর্বাসে গোলাপি রঙের একটি ফিতে যোগ করেছেন।কোন রকম মেক আপ ছাড়াই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই মডেল। তিনি চান, নারীরা যেন নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন।সূত্র:ইন্টারনেট