জি নিউজ ডেস্কঃ- কোনো কিছুতেই আগ্রহ বা উৎসাহ নেই, কেমন যেন ক্লান্ত বোধ হয়৷ এমনটা সাধারণত হয়ে থাকে ভিটামিন ডি-র অভাবে৷ এ সম্পর্কে আরো কিছু জানা যাক এই ছবিঘরে৷জার্মানরা ভিটামিন ডি-র অভাবে ভোগেন, শতকরা ৮০জন জার্মানেরই শরীরের রয়েছে ভিটামিন ডি-এর স্বল্পতা৷ সাধারণভাবে অনেকে বলে থাকেন, যে তারা যথেষ্ট ফল আর সবজি খান৷ যদিও এ সবে ভিটামিন ডি তেমন নেই ঠিক দুধের মতোই৷ ‘দিনে যতটুকু ভিটামিন ডি প্রয়োজন, তা পূরণ করতে একজন প্রাপ্তবয়স্ককে বেশ কয়েক লিটার দুধ পান করতে হয়’৷ এ প্রতিবেদনটি ডিডাব্লিউ এর, মন্তব্য ডা.স্পিটস-এর৷