জি নিউজঃ-আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন প্রধান বিরোধীদল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। রুহুল কবীর রিজভীবলেন, বিএনপির কাঁধে দায় চাপাতে সরকারি দলের সন্ত্রাসীরাই এসব হামলা চালিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নির্দলীয় সরকার দাবিতে ১৮ দলীয় জোট বিএনপির ডাকা ৬০ ঘণ্টার হরতালে মন্ত্রী, এমপি, বিচারপতি ও আইনজীবীদের পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি লক্ষ্য করে হাতবোমা ও গুলি হওয়ার প্রসঙ্গ তুলে রুহুল কবীর রিজভী বলেন, “সরকার রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। মহাজোট সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে রুহুল কবীর রিজভী বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারের অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগ করা উচিৎ বলেন তিনি । এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, প্রমুখ তাঃ-৩০ অক্টোবর, ২০১৩