জি নিউজঃ-জামায়াত-শিবির টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে। চলবে বুধবার রাত ১২টা পর্যন্ত। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের প্রতিবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হরতাল পালন করছে সংগঠনটি।হরতালের শুরুতে রাজধানীর ধলপুর-কল্যাণপুরসহ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকার বাইরেও রাজশাহী ও বগুড়াসহ কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদের ছুটির পরপরই হরতালে জামায়াত-শিবির কর্মীরা যাতে বিশৃঙ্খলা ও সহিংসতা ঘটাতে না পারে সেজন্য ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে গত ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। দেশের আইন অনুযায়ী নিবন্ধন না থাকলে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে না। রায়ের পরে ওইদিনই এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। আজ রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত মিছিল, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর চেষ্টা করে হরতাল সমর্থকরা। রাজধানীতে ভোর থেকেই রিকশা ও অটোরিকশা চলাচল করছে। তবে সকালের শুরুতে গণ পরিবহণের সংখ্যা ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। তবে হরতালে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় রফিকুল ও ইব্রাহিমকে তলব করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ জানাতে ১৬ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।