খাগড়াছড়িতে জেএসএস নেতা কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

hotta.11 খাগড়াছড়ি প্রতিনিধি,জি নিউজঃ  দীঘিনালা   উপজেলার এমএন লারমাপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা ও যুব সমিতির সদস্য মিঠুন চাকমাকে গুলি করে  হত্যা করেছে  । মঙ্গলবার সকালের দিকে উপজেলার মেরুং ইউনিয়নের পাঁচবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সূত্র জানায়, সকালের দিকে মেরুং ইউনিয়নের  পাঁচ বাড়ী এলাকায় মোটরসাইকেল চালানো শিখছিলেন মিঠুন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল অস্ত্রধারী মিঠুনকে গুলি করে পালিয়ে যায়। নিহত মিঠুন চাকমা (৩৮) দীঘিনালার পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার মৃত বাইট্টা চাকমার ছেলে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দীঘিনালা যুব সমিতির সভাপতি সমির চাকমা এ ঘটনার জন্য সন্তু লারমা সমর্থিত জেএসএসকে দায়ী করেছেন। তবে তা অস্বীকার করেছেন সন্তু লারমা সমর্থিত জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব চাকমা।

 

Exit mobile version