সবজি ভর্তা ছোট মাছ পছন্দ খালেদা জিয়ার, জি নিউজ ঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত ফোনালাপ হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফোন করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সোমবার গণভবনে নির্বাচন নিয়ে আলোচনা ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহারেরও আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়ে বলেন, হরতাল কর্মসূচির কারণে ওইদিন তিনি গণভবনে যেতে পারছেন না। তবে ২৯ অক্টোবর সন্ধ্যার পর হরতাল শেষে যে কোনো সময় আলোচনার জন্য ডাকলে তিনি সাড়া দেবেন।এদিকে গণভবনে নৈশভোজে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কী খেতে চান- তা জানতে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব সুরাতুজ্জামানের কাছে বোরবার দুপুর একটায় টেলিফোন করে খাবারের মেন্যু জানতে চেয়েছেন। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব জানিয়েছেন, ম্যাডাম (খালেদা জিয়া) সাধারণত চায়ের সঙ্গে বিস্কুট খান না। তিনি সবজি, ভর্তা ও ছোট মাছ পছন্দ করেন। তবে তিনি এও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাতের দিনক্ষণ ঠিক হলেই তার খাবারের তালিকা পাঠিয়ে দেয়া হবে। সুরাতুজ্জামান বলেন, ম্যাডামের খাবারের তালিকার ব্যাপারে কথা হয়েছে। আলোচনা আগেই আমরা এ তালিকা তৈরি করবো। খবর অনলাইন এর তাঃ- ২৮ অক্টোবর, ২০১৩