জি নিউজঃ-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সোনালী দল থেকে নির্বাচিত একটি প্রতিনিধি দল। বুধবার রাত নয়টায় চেয়ারপারনের গুলশানের কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, – বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ড. আব্দুল মঈন খান। এছাড়া বাকৃবি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল আওয়াল মোল্লাহ, সহ-সভাপতি মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সাধারণ সম্পাদক কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান। কোষাধ্যক্ষ কৃষি রসায়ন বিভাগের মোখলেছুর রহমান, সদস্য ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরকার, ড. সোনিয়া সোহেলী, ড. মাসুমা হাবীবসহ ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল। তাঃ-০৪ সেপ্টেম্বর ২০১৩
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে বাকৃবি সমিতির নির্বাচিত প্রতিনিধি দল
Share This