জি নিউজ অনলাইনঃ- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, হরতালে যদি নৈরাজ্য সৃষ্টি করা হয়, দেশকে অস্থিতিশীল করা হয়, তাহলে এর দায়ে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে।
গতকাল সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
এদিকে, গতকাল হরতাল বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দাবি করেছেন, হরতাল দিয়ে খালেদা জিয়া তার নেতা-কর্মীদের মাঠে নামাতে ব্যর্থ হয়েছেন। এ জন্য দলীয় প্রধানের পদ থেকে বিএনপির চেয়ারপারসনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা কারণে হরতালের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও মুল্যবান সম্পদ নষ্ট করলে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। সে যত বড় দলের যত বড় মাপের নেতাই হোন না কেন রেহাই পাবেন না। শনিবার রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ইঙ্গিত দিয়ে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।