জি নিউজঃ-বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কায় দেশবাসীর উৎকণ্ঠার মধ্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ,শনিবার সন্ধ্যায় টেলিফোনে কথায় আওয়ামী লীগ সভানেত্রী হরতাল প্রত্যাহার করে সোমবার সন্ধ্যায় গণভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়। এদিকে বিএনপি অফিস সূত্র জানিয়েছে বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রী ফোন করে কথা বলেছেন। তবে কি কথা হয়েছে- তা জানা যায়নি। দলের পক্ষ থেকে সংবাদ বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে কূটনীতিক ও রাজনৈতিক মহলের আকাঙক্ষার মধ্যে সমপ্রতি দুই প্রধান দলের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মহাসচিবের টেলিসংলাপে সংলাপের আবহ তৈরি হয়। বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপের উদ্যোগ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি পাঠালে তাকে ফোন করেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর দশম সংসদ নির্বাচনের ক্ষণ গণনার প্রথম দিন শুক্রবার বিরোধীদলীয় নেতা সমাবেশে আসার আগেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করবেন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে । তাঃ- ২৬-১০-২০১৩