জি নিউজ বিডি ডট নেটঃ- বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী সংসদ নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করবে। তিনি বলেন, বিরোধী দলের নেতা রাস্তাঘাটে নিরীহ জনগণ হত্যা করছেন এবং দেশকে পুরোপুরি অরাজকতার দিকে ঠেলে দিচ্ছেন। কিন্তু তিনি নিজে রাস্তায় নামছেন না বরং বাসায় বসে আয়েশি জীবন কাটাচ্ছেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কোনো রকম হস্তক্ষেপ ছাড়া ক্ষমতা হস্তান্তর এবং জনগণের সাংবিধানিক ক্ষমতা কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয়।গতবৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মুলতবি বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ,এদিকে বিএনপি ও জামায়াত বোমা ও ককটেল ফাটাতে শিশু-কিশোরদের ভাড়া করছে এবং তাদেরকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিযুক্ত করছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানতে চান, যেসব শিশুকে বোমা তৈরি ও ছোড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যত্ কী । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট জাতির ভবিষ্যত্ ধ্বংস করার জন্য শিশুদের সন্ত্রাসী হিসেবে গড়ে তুলছে। লাল পতাকা ওড়ানো কৃষককে প্রধানমন্ত্রীর ধন্যবাদ– রেলপথের ফিস প্লেট খোলা দেখতে পেয়ে লাল পতাকা উড়িয়ে যে কৃষক বহু লোকের জীবন রক্ষা করেছেন, তিনি তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি বিএনপি-জামায়াতকে অনুরোধ করব ওই কৃষকের কাছ থেকে মানবতা শিখুন।এদিকে বিএনপি-জামায়াত সব ধরনের মানবিক মূল্যবোধ হারিয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা ট্রেন লাইনচ্যুত করে একসঙ্গে শত শত লোক হত্যা করার মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। তিনি প্রশ্ন করেন, ‘আপনারা আন্দোলন করতে এবং আপনাদের দাবির প্রতি জনসমর্থন যাচা ই করতে চাইলে রাস্তায় নেমে আসছেন না কেন, এছাড়া বর্তমান রাজনৈতিক সংকট অবসানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁদের একজন একটি রাজনৈতিক দলের প্রধান। ‘কীভাবে আপনি একটি রাজনৈতিক দলের প্রধানকে নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেবেন’ প্রশ্ন রেখে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তির রাজনীতিবিদের মতোই কথা বলা উচিত।
খালেদা জিয়াকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান- প্রধানমন্ত্রী
Share This