খালেদা জিয়াকে যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন- তথ্যমন্ত্রী

জি নিউজঃ-নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে টেলিফোন করবেন  বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করবেনআশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হবে শুক্রবার বেলা সাড়ে ১২টার রাজধানীর একটি হোটেলে এক আলোচনাসভা শেষে তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু সাংবাদিকদের একথা জানিয়েছেন গত ১৮ অক্টোবর শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়ে প্রধান বিরোধী দল বিএনপির কাছে তাদের  প্রতিনিধিদের নাম আহ্বান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনিইতিমধ্যেই জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে বৈঠক হয়েছে হাসানুল হক ইনু বলেন, আমাদের প্রস্তাব যদি না মানা হয়, সংলাপে যদি তারা না আসেন, আমরাই আলোচনার সূত্রপাত ঘটাব, প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে ‘আনুষ্ঠানিক- অনানুষ্ঠানিক’ যোগাযোগ হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যে ‘যে কোনো দিন’ আলোচনার সূত্রপাত হতে পারে বলেই তার ধারণা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও আলোচনায় বসবেনএ আলোচনার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়াকে সরাসরি ফোনও দেবেন তিনি তাঃ- ২৫অক্টোবর ২০১৩

Exit mobile version