জি নিউজঃ-গত শনিবার রাত সোয়া ৯ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার পর হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায় । এর ফলে কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থানরত অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর মধ্যে উত্তেজনা, উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এদিকে বিএনপি কার্যালয়ের বাইরে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশে এসে অবস্থান নেয় র্যাবের দু’টি গাড়ি। কার্যালয়ের সামনের রাস্তার উত্তর ও দক্ষিণ মোড়ে গোয়েন্দা পুলিশের দু’টি গাড়িও অবস্থান নেয়। রাত দশটার দিকে র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে রাস্তায় পায়চারি শুরু করেন।
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে র্যাব – কর্মীরা উত্তেজনা
Share This