ছবি রেডিও তেহরান এর- জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামী কাল নয়া পল্টনে যে কোনো মূল্যে সমাবেশের ঘোষণা দিয়ে তাতে খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানোর পরপরই বিরোধীদলীয় নেতার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানী গুলশানের বাসার সামনে অতিরিক্ত পুলিশসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে তার প্রোটোকলের পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার প্রোটোকলের পুলিশ সদস্যদের ক্লোজড করে রাত সোয়া ৮টার দিকে নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার খালেদার বাড়ির পাহারায় পুলিশের সংখ্যা দ্বিগুণ করা হয়। পুলিশের বক্তব্য, বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থেই পাহারা জোরদার করা হয়েছে । উল্লেখ-খালেদা জিয়া একদিন আগে এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত হতে না পারলেও সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ।