জি নিউজ বিডি ডট নেট ঃ-বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত পৌনে ১০ টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র থেকে জানা যায় এসময় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ।উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর থেকেই বেগম খালেদা জিয়ার ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি সহ টানা ১৩ দিন ধরে তাকে গুলশানের নিজ বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে সরকার।