জি নিউজ :-বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতরা তাদের মনোভাবের কথা জানান। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন ,বাংলাদেশে নিযুক্ত বিদেশি কুটনীতিকরা। গত রোববার সন্ধ্যায় ৭টা থেকে সাড়ে ৮টা প য ন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে, বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কানাডার হাইকমিশনার হিদার ক্রুদেন। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে কানাডার হাইকমিশনার বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তারা অবগত। এ অবস্থা থেকে উত্তরণে এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত সংলাপ শুরু করা উচিত বলে তিনি মনে করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমা,জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কঞ্জে এবং বাংলাদেশে ইউরোপীয় কমিশনের হেড অব ডেলিগেশন উইলিয়াম হান্না। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলীয় ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী,উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ।