স্টাফ রিপোর্টার,জি নিউজঃ-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একদলীয় নির্বাচন প্রতিহত করতে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের যে নির্দেশ দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল, তিনি বলেন, নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য সংগ্রাম কমিটি গঠন একেবারেই অভিনব। জনগণের ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে সংগ্রাম কমিটি করার ইতিহাস ও নজির বাংলাদেশের রাজনীতিতে নেই। এই ঘোষণা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কেননা আপনি (খালেদা জিয়া) সাংবিধানিক পথকে বাধাগ্রস্ত করতে চাইছেন। গতকাল দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘আমরা মুজিব হব’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে এই সর্বনাশা, অগণতান্ত্রিক, সংঘাতের পথ ছেড়ে সংসদে এসে আলোচনা মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত । তিনি বলেন, আপনারা জনগণকে ভোট দিতে দিবেন না। এটা দেশের মানুষ মেনে নেবে না। অতীতেও এরকম ষড়যন্ত্র হয়েছিল কিন্তু কেউ তা মেনে নেয়নি। যতই ষড়যন্ত্র হোক দেশের মানুষ নির্বাচন থেকে দূরে থাকবে না। সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দীন এই আলোচনা সভায় সভাপতিত করেন , তাঃ-০৭ অক্টোবর ২০১৩