জি নিউজ বিডি ডট নেটঃ- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতসোমবারের সমাবেশে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ সংলাপের প্রসঙ্গ তুলে বলেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের আহ্বান জানিয়েছিলেন আমরা আশা করেছিলাম তিনি (খালেদা জিয়া) তাতে সাড়া দেবেন। কিন্তু তা তিনি দেননি। আওয়ামী লীগ সূত্র জানায়, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া – উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন হয়ে গেছে। বাংলার মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এসময় অভিযোগ করে বলেন, “খালেদা জিয়ার হাত থেকে বাড়ি ঘর থেকে শুরু করে যানবাহন-গাছপালা, মানুষ কিছুই রেহাই পায়নি। আমরা এই অবস্থার অবসান চাই, বলে মন্তব্য করেন তিনি । তাঃ-২২ জানুয়ারি ২০১৪