জি নিউজ ঃ- আমি কথা বললেই খালেদা জিয়া রাগ করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তিনি রাগ করলেও আমার কিছু করার নেই। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে অজিত কুমার সরকার রচিত ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পুরণ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচার, জঙ্গিবাদ ও আইনের শাসনের পক্ষে আমি কথা বলেই যাবো। ওনি রাগ করলেও আমি কথা বলে যাবো। বিএনপি-জামাতের রাজনীতি অন্ধকার, কুৎসিত, কুপমণ্ডুকতা এবং জঙ্গিবাদের রাজনীতি। এরা যদি ক্ষমতায় আসে তবে তথ্য প্রযুক্তিকে বিনষ্ট করবে এবং দেশকে পশ্চাৎ দিকে নিয়ে যাবে।তথ্যমন্ত্রী বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় ফেসবুকে ইন্টারনেটে কুৎসা রটানো, মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা কোন ভাবে ঠিক নয়।তথ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাই ২০২১ সাল পর্যন্ত উন্নয়নের ধারা বজার রাখার জন্য জনগণকে এ সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান, তথ্য যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সচিব নজরুল ইসলাম খান ও ডেপটি গভর্নর নাজরীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া রাগ করলে আমার কিছু করার নেই-তথ্যমন্ত্রী
Share This