সিলেট প্রতিনিধি, জি নিউজঃ- অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রের রানী। খালেদা জিয়া সরকারে থাকা অবস্থায় যত নির্বাচন হয়েছে সবই ছিল নীল নকশার নির্বাচন। গতবুধবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। নতুন কারখানাটি নির্মাণ না হওয়া পর্যন্ত পুরাতন সার কারখানা চালু থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে সরকার পরিবর্তন হলেও শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ বন্ধ হবে না।’ পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী। নিজের বক্তব্যে তিনি বর্তমান সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছারা ২০১২ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০১৫ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে,
খালেদা জিয়া ষড়যন্ত্রের রানী – অর্থমন্ত্রী
Share This