জি নিউজঃ-খুলনা নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে পিতা-পুত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তৈয়েবুর রহমান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) ছিলেন। খালিশপুর শিল্পাঞ্চলের নর্থ জোন এলাকায় তিনি ‘ডিডি তৈয়েবুর’ হিসাবে পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে খালিশপুর নর্থ জোন এলাকায় দুর্বার সংঘের পাশে তৈয়েবুরের নিজ বাড়িতে এ, ঘটনা ঘটে। এদিকে নিহতের স্ত্রী জোসনা বেগম জানায়, দুপুরে অপরিচিত ২ জন লোক বাড়ির মালিক বিদ্যুতের সাবেক কর্মকর্তা তৈয়েবুর রহমানের (৭৩}কাছে আসে। এ সময় আগন্তকরা তার স্বামী তৈয়েবুর রহমানের সাথে ধর্মীয় বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে থাকে। বিকেলে তাদের বড় ছেলে সাকিব ও ছোট ছেলে এরশাদ মাঠে খেলতে যায়। অপরিচিত ২ লোক ও স্বামীসহ মেঝ ছেলে মুনিরকে (১৩) বাসায় রেখে স্ত্রী জোছনা বেগম বাজারে ইফতার কিনতে যায়। পরে বাজার থেকে ফিরে এসে জোছনা বেগম বাসার মধ্যে স্বামী ও ছেলে মুনিরের জবাই করা লাশ দেখতে পায়। খালিশপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহবুবুর রহমান জানান, খালিশপুর নর্থ জোন দুর্বার সংঘ নামে একটি ক্লাবের পাশে নিজ বাড়ীতে বসবাস করতেন তৈয়েবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। তিনি প্রতিদিন পবিত্র কোরআনের তর্জমা করতেন, যা শুনতে তার বাড়ীতে প্রায়ই লোকজন আসা-যাওয়া করতেন। বিকেলে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পিতা ও পুত্রকে জবাই করে ফেলে রেখে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে কি কারণে এবং কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা’ তদন্তের আগে বলা সম্ভব নয় বলে তিনি