জি নিউজ বিডি ডট নেট ঃ- গণদাবি না মানলে তা রাজপথেই আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরএ গনি । তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের ইচ্ছা বাস্তবায়নে কেবল বিরোধী দল নয়, জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। দমনের মাত্রা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মাত্রাও ততই বাড়বে। রাজপথের আন্দোলনে থেকে জনগণের দাবি জনগণই আদায় করে নেবে। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. আরএ গনি আরও বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের গণদাবি জানিয়ে সরকারকে বলতে চাই, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই গণদাবি মেনে নিন। দেশটাকে আর সংঘাতময় করে তুলবেন না। বিএনপির নীতিনির্ধারক এ নেতা বলেন, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তালেবানি স্টাইল বলে আখ্যায়িত করেছেন। প্রধান বিরোধী দলের দফতরে বারবার হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার, ভাংচুর চালানো হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিরোধী দলের নেতাদের বাসায় অন্যায়ভাবে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় পৌঁছেছে। জনসমর্থন হারিয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে নির্যাতন-নিপীড়নের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ। এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির সই করা ওই বিবৃতিতে আরও বলা হয়, তারা বিশ্বাস করেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনই ক্ষমতা হস্তান্তরের একমাত্র গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বারবারই চেয়েছেন, সংলাপ-সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হোক। দেশের সব শ্রেণী-পেশার মানুষ, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ শতকরা ৯০ ভাগ মানুষ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিরোধীদলবিহীন একতরফা নির্বাচনে সংকল্পবদ্ধ। কারণ তার আমলের দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, দমন-পীড়নে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে এটাই তার বদ্ধমূল ধারণা। যে কোনো নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এতে দেশ ও জাতি রক্ষা পাবে। তা না হলে আন্দোলনের উত্তাল ঢেউয়ের আঘাতে ক্ষমতা তাসের ঘরের মতো বিলীন হয়ে যাবে। জনতার বিজয় হবেই। এছাড়া প্রধানমন্ত্রীকে ফের পদত্যাগের আহ্বান : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার এক বিবৃতিতে দলটির মুখপাত্র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ আহ্বান জানান। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিয়ে পদত্যাগ করুন। নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ বিবেচনা করবে। তাঃ- ০৯ ডিসেম্বর, ২০১৩