
তথ্য ডেস্ক:- আগত সন্তানের ভালো-মন্দ জানাবে মোবাইলের অ্যাপস। যার নাম ‘গ্লো নেচার’। ইউক্রেনের কম্পিউটার বিজ্ঞানী ও পেপালের সংস্থাপক ম্যাক্স লেভচিন এই অ্যাপসটি তৈরি করেছে।আগত সন্তানের ভালো-মন্দ জানতে এখন আর ম্যাগাজিনের পাতা ওলটাতে হবে না। এই অ্যাপসটিই জানিয়ে দেবে সবকিছু। এটি মূলত নারীদের সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে। এতে গর্ভের সন্তান ও মায়ের শরীরের দেখাশোনা করতে অনেক বেশি সুবিধা হবে বলেই মনে করছেন ম্যাক্স লেভচিন।অ্যাপস থেকে কীভাবে আপনি নিজের গর্ভের সন্তানের খেয়াল রাখবেন তা খুব সহজেই জানতে পারবেন। সেই সঙ্গে খুব তাড়াতাড়ি বাবা কিংবা মা হতে চলেছেন কি না তা জানা যাবে। ‘গ্লো নেচার’ অ্যাপসটি ব্যবহার শুরু করার পর একজন নারী তার সারাদিনের কাজকর্ম, শরীরের পরিবর্তন, বিভিন্ন শারীরিক লক্ষণ ও নিজের অনুভবকে রেকর্ড করে রাখতে পারবেন। এমনকি প্রয়োজন পড়লে এটি আপনাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেবে। সূত্রঃইন্টারনেট