মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে জামায়তের ২ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত ওয়াছের আলী বিশ্বাসের ছেলে জামায়াত কর্মী আব্দুল ওয়াদুদ (৫৬) ও একই উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল ইসলাম ওরফে রিপন(৪২)।
সোমবার ভোরে গাংনী থানা পুলিশ তাদের নিজ বাড়ি থেকে আটক করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খাঁন জানান, তারা হরতালে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে।
সম্পাদনা/নূরনবী আহমেদ /১২.০২ঘ /১৮ ফেব্রয়ারি
গাংনীতে জামায়াতের ২ কর্মী আটক
Share This