গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের দেওয়ানতলা রেল ব্রীজ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত প্রায় ১০টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মহিমাগঞ্জ পুনতাইড় সানাপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র ইলিয়াছ আলী প্রধান (৫৫) ঘটনার দিন তার এক আত্মীয়’র বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে দেওয়ানতলা রেলব্রীজ পাড় হওয়ার সময় আকস্মিক সে ট্রেনের শব্দ শুনতে পায়। এসময় তার সাথে থাকা অন্যান্যরা দ্রুত রেল ব্রীজ পাড় হয়ে চলে গেলেও ইলিয়াছ আলী প্রাণভয়ে রেলব্রীজ থেকে লাফিয়ে পড়ে। এসময় সে নিচে পাথড়ের উপর পড়ে যাওয়ায় মারাতœক ভাবে আহত হয়। স্থানীয় মানুষ ও তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইলিয়াছ মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ডোঙ্গার লেবার সরদার বলে জানাগেছে।