গাইবান্ধা প্রতিনিধি: ১৮ দলের ডাকা অনিদিষ্টকালের অবরোধ ও ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন সোমবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মেছনিরজান ব্রীজের নিকট যৌথবাহিনীর সাথে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অর্ধশতাধিক রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ওই এলাকায় ভোটের দিন সড়কের কেটে রাখা গাছ নিয়ে আ’লীগ নেতাকর্মীদের সাথে জামায়াত-বিএনপির সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে অতিরিক্ত পুলিশ,
র্যাব, বিজিবি তলব করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ৩ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানা ওসি কায়সার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।