গাইবান্ধা প্রতিনিধি:আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে গতকাল সোমবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও কনসালটেন্ট ডাঃ আখম আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এসএমএ জলিল, গাইনী কনসালটেন্ট ডাঃ সুলতানা হাসিনা রাশেদ আশা, নার্সিং সুপারভাইজার শরীফা খাতুন, মাহমুদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স মকবুল হোসেন, মাছুমা খাতুন, প্রতিমা চক্রবর্ত্তী, শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা প্রতিটি হাসপাতালে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে পর্যাপ্ত নার্স নিয়োগের দাবি জানান।
গাইবান্ধায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
Share This