গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের দক্ষিণ গিদারি কমলা বাজার (পালপাড়ায়) অবস্থিত সার্বজনিন কালি মন্দিরে কে বা কারা রবিবার ভোরে আগুন লাগিয়ে দেয়। টের পেয়ে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভায়। অগ্নিকান্ডের ঘটনায় কালি বিগ্রহসহ মন্দিরের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনায় মন্দির কমিটির সভাপতি গজেন্দ্র নাথ পাল সদর থানায় অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘুদের মনে শংকারভাব সৃষ্টি হয়েছে।