গাইবান্ধা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামে যৌথবাহিনীর সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির কর্মী শাহিনুর রহমান সোহাগ (১৪) গত মঙ্গলবার ভোর রাতে মারা মারা গেছে। সোহাগ উপজেলার খানাবাড়ি গ্রামের শফিক কাজীর ছেলে। সে সপ্তম শ্রেণীর ছাত্র। সোহাগ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল কবীর। তার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেছেন তারা এবিষয়ে কিছু অবগত নন। গত ১৯ জানুয়ারি সুন্দরগঞ্জের খানাবাড়ি গ্রামে পুলিশ হত্যার আসামি ধরতে গেলে জামায়াত শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে। পরে পুলিশ উদ্ধারে যৌথবাহিনী এলাকায় অভিযান চালালে জামায়াত শিবির কর্মীরা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২১ পুলিশ সদস্য এবং ৫৫ জন জামায়াত শিবির কর্মী ও গ্রামবাসী আহত হয়। এরমধ্যে জামায়াত শিবিরের ২০ কর্মী গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় গুলি বিদ্ধ শাহিনুর রহমান সোহাগ (১৪), হাবিবুর (১৭), সাদ্দাম (১৬), আজাহার আলী (৪০), মমতাজ (৪০), আনছার আলী (৫০), নুর আলম (১৫) এবং মোহাইমিন (১৮) বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে সোহাগ মঙ্গলবার ভোরে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।